UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গাছের সাথে মোটরবাইকের ধাক্কায় মৃত সাবেক ছাত্রলীগ নেতা

pial
জুন ৯, ২০২২ ৮:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : ফরিদপুরের সদরপুর উপজেলায় গাছের সাথে মোটরবাইকের ধাক্কায় আশিকুর রহমান নিপুন নামে এক সাবেক ছাত্রলীগ সভাপতি নিহত হয়েছেন।

বুধবার (৮ জুন) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার আকটেরচর ইউনিয়নের সারেংডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিপুন ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি ওই উপজেলার রামনগর গ্রামের ছালাম পেশকারের ছেলে।

চরভদ্রাসন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সামিউল হাসান উৎস বলেন, চরভদ্রাসন বাজারে ওষুধের ব্যবসা করতেন নিপুণ। প্রতিদিনের মতোই দোকান বন্ধ করে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন। মাঝপথে সারেংডাঙ্গী নামক স্থানে মোটরবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

নিহতের সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার জানান, মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগায় নিপুন নিহত হন। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঊষার আলো-এসএইস)