UsharAlo logo
মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় ইসরাইলি বর্বরতার তীব্র নিন্দা বেফাকের

usharalodesk
অক্টোবর ২২, ২০২৩ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড-বেফাক। এই হামলাকে বর্বরোচিত আখ্যায়িত করে অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েছে শিক্ষা বোর্ডটি।

শনিবার যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেসে বেফাক কার্যালয়ে মজলিসে আমেলার বৈঠকে এই প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

বেফাক সভাপতি আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে বেফাকের ১৭ সদস্য বিশিষ্ট মজলিসে খাস পুনর্গঠিত হয়।

শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তের পাশাপাশি ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবরুদ্ধ মুসলমান নারী, শিশুসহ বেসামরিক নাগরিকদের ওপর ইতিহাসের বর্বরতম ইসরাইলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, দখলদার উগ্র জায়নবাদী ইহুদিরা সেখানকার মসজিদ হাসপাতাল স্কুলসহ গোটা জনবসতি উপর্যুপরি বোমা হামলায় ধ্বংস করে দিচ্ছে। সংঘটিত হচ্ছে জঘন্য গণহত্যা। অবিলম্বে বিশ্ব বিবেক জাগ্রত হয়ে এই অমানবিক আগ্রাসন বন্ধের উপায় বের করতে হবে।

আমেলার বৈঠকে সারাদেশের শতাধিক আমেলা সদস্য, বেফাকের সহসভাপতি, গুরুত্বপূর্ণ বিভিন্ন মাদ্রাসার মুহতামিমরা অংশগ্রহণ করেন।

ঊষার আলো-এসএ