গাজায় নতুন করে শুরু করা ইসরাইলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা ক্যালাস। স্থানীয় সময় রোববার (২৩ মার্চ) মিশরের কায়রোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
গাজায় দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। কিন্তু যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে গত ১৮ মার্চ থেকে গাজায় ফের বিমান হামলা শুরু করে আইডিএফ। মঙ্গলবার থেকে শুরু করা এই হামলায় কয়েক ডজন হামাস সদস্যকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।
ইইউর কাজা ক্যালাস কায়রোতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে এক যৌথ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ইসরাইলের পুনরায় যুদ্ধ শুরুর তীব্র বিরোধিতা করি, যাতে গাজায় ভয়াবহ প্রাণহানি ঘটেছে। হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। নতুন যুদ্ধে উভয় পক্ষই হেরে যায়। ’
কাজা ক্যালাস বলেন, ‘ইইউ-এর পক্ষ থেকে এটা খুবই স্পষ্ট যে হামাসকে অবশ্যই সমস্ত জিম্মিকে মুক্তি দিতে হবে এবং ইসরাইলকে অবশ্যই গাজায় মানবিক সহায়তা সম্পূর্ণরূপে পুনঃস্থাপন করতে হবে এবং আলোচনা পুনরায় শুরু করতে হবে। ’
ক্যালাসের দল পরে নিশ্চিত করেছে যে তিনি মিশর ত্যাগ করেছেন এবং ইসরাইলে পৌঁছেছেন।
সোমবার সেখানে এবং ফিলিস্তিনি অঞ্চলগুলোতে আলোচনার সময় তিনি যুদ্ধবিরতি-জিম্মি মুক্তি চুক্তির সম্পূর্ণ বাস্তবায়নে অবিলম্বে ফিরে আসার আহ্বান জানাবেন বলে জানিয়েছে তার কার্যালয়।
কার্যালয় আরও বলেছে, গাজায় মানবিক সহায়তা নিরবচ্ছিন্নভাবে পৌঁছানো এবং টেকসই বন্টনের গুরুত্ব সম্পর্কেও কথা বলবেন ক্যালাস।
ক্যালাসের ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ, পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার এবং বিরোধী নেতা ইয়ার লাপিদের সঙ্গে দেখা করার কথা আছে। তিনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করবেন না কারণ তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
এছাড়া অধিকৃত পশ্চিম তীরে, ক্যালাস ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফার সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছে তার অফিস।
এদিকে জাতিসংঘ শুক্রবার বলেছে, ছয় সপ্তাহের যুদ্ধবিরতির পর ইসরাইলের সামরিক অভিযান পুনরায় শুরু হওয়ার পর থেকে গাজা একটি ‘দুঃস্বপ্নের’ মুখোমুখি হচ্ছে।
ঊষার আলো-এসএ