UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১৫০, মৃতের সংখ্যা বেড়ে ২১৮২২

usharalodesk
ডিসেম্বর ৩১, ২০২৩ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। এতে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৫০ ফিলিস্তিনি নিহত এবং আরো ২৮৬ জন আহত হয়েছে। এ সময় ১২টি পরিবার ইসরায়েলের হামলার শিকার হয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের হিসাবে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ২১ হাজার ৮২২ হয়েছে। পাশাপাশি আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৪৫১ জনে।

৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েল গাজা উপত্যকায় নিরলস বিমান ও স্থল হামলা শুরু করে। হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে।

ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ছিটমহলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে প্রায় ২০ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে।

ঊষার আলো-এসএ