UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলা

ঊষার আলো
জুন ১৬, ২০২১ ৯:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ১৬ জুন বুধবার ভোরে এ হামলা চালিয়েছে দখলদার বাহিনী। ইসরায়েলের দাবি, ফিলিস্তিন থেকে আগুন বেলুন ছোড়ার পাল্টা জবাবে এ হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি এ হামলায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। প্রায় ১ মাস আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় এটাই প্রথম ইসরায়েলি বিমান হামলা।
এক বিবৃতিতে ইসরায়েল সেনাবাহিনী বলেছে, গাজা সীমান্ত থেকে অন্তত ২০ টি আগুন বেলুন ছোড়া হয় ইসরায়েলে। গাজা থেকে উড়ে আসা আগুন বেলুনে দক্ষিণ ইসরায়েলের একাধিক স্থানে অগ্নিকাণ্ডের সূত্রপাত করেছে। এর প্রতিবাদে এ হামলা চালিয়েছে তারা। দখলদার বাহিনীর দাবি, হামাসকে লক্ষ্য করে তারা এ হামলাটি চালিয়েছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা বলেছে, দক্ষিণ গাজা ও খান ইউনিসে হামাসের সামরিক কমপ্লেক্স ও ব্রিগেড সভার স্থানগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে এসব হামলায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
গত ২১ মে টানা ১১ দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। ওই সংঘাতে প্রায় ২৫৬ ফিলিস্তিনির মৃত্যু হয়। এর মধ্যে ৬৬ জনই শিশু। অপরদিকে ২ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এছাড়া হামাসের ছোড়া রকেটের আঘাতে ১২ জন ইসরায়েলি নিহত হয়েছে। তবে হতাহতদের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক।
২১ মে যুদ্ধবিরতির পর এই প্রথম হামলা চালালো দখলদার ইসরায়েলি বাহিনী। সম্প্রতি দেশটিতে নতুন সরকার গঠন করেছে ডানপন্থী জাতীয়তাবাদী জামিনা পার্টির নাফতালি বেনেট। ফলে সমাপ্ত হলো বেঞ্জামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসন। জোট গঠনের শর্ত হিসেবে বেনেট ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

(ঊষার আলো- এম.এইচ)