UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলের বিমান হামলা

usharalodesk
সেপ্টেম্বর ১২, ২০২১ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। হামাসের অবস্থানে যুদ্ধবিমান এবং হেলিকপ্টার নিয়ে হামলা চালিয়েছে তারা।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, রকেট তৈরির স্থান, সুড়ঙ্গ ও একাধিক অস্ত্র সংরক্ষণের জায়গা টার্গেট করা হয়েছে। তবে, উভয়ের নতুন সংঘাতে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সম্প্রতি ইসরায়েলের উচ্চ নিরাপত্তা সম্পন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ছয় ফিলিস্তিনি বন্দিকে আটকের ঘোষণা আসে। পরে গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট  ছোড়ে হামাস।

টানা দুই দিন উভয়পক্ষ সংঘাতে জড়িয়েছে। এর আগে, চলতি বছরের জুন মাসে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে টানা ১১ দিনের যুদ্ধে শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

(ঊষার আলো-আরএম)