UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজা ইস্যুতে আঞ্চলিক সংঘাতের আশংকা জাতিসংঘের

usharalodesk
ডিসেম্বর ৩০, ২০২৩ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চলমান ইসরাইল-হামাস সংঘাত দীর্ঘস্থায়ী হলে আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়বে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার এমন মন্তব্য করেছেন বলে গুতেরেসের মুখপাত্র জানিয়েছেন।

চলমান গাজা যুদ্ধ নিয়ে ওই দিন তার উদ্বেগ পুনর্ব্যক্ত করে গুতেরেস বলেন, গাজার যুদ্ধ আঞ্চলিক সংঘাতে পরিণত হবে।

এক বিবৃতিতে গুতেরেস বলেছেন, এখানে বিস্তৃত আঞ্চলিক সংঘর্ষের অব্যাহত ঝুঁকি রয়েছে। গাজায় সংঘাত যত দীর্ঘ হবে, একাধিক পক্ষের দ্বারা এই সংঘাত বাড়ানোর এবং ভুল পদক্ষেপ নেওয়ার ঝুঁকি রয়েছে।

জাতিসংঘের প্রধান আরও বলেন, দক্ষিণ লেবানন সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যকার লড়াই, ইরাক ও সিরিয়া থেকে আক্রমণ এবং লোহিত সাগরে হুথিদের জাহাজে হামলা চালানোর মতো, অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বাহিনী ও ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধিও ‘অত্যন্ত উদ্বেগজনক’।

এক বিবৃতিতে গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, এই অঞ্চলের পরিস্থিতির ক্রমবর্ধমানতা রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের যা যা করার ক্ষমতা আছে সংশ্লিষ্ট পক্ষগুলোর ওপর সে প্রভাব খাটিয়ে তার সবকিছু করার আবেদন পুনর্ব্যক্ত করেছেন মহাসচিব।

ঊষার আলো-এসএ