UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে দ্রুতযান ট্রেনের তিন বগি লাইনচ্যুত

koushikkln
আগস্ট ১৪, ২০২২ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গাজীপুরে দ্রুতযান ট্রেনের তিন বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা-জয়দেবপুর রেললাইনের ধীরাশ্রম এলাকায় রবিবার (১৪ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ৬/৭জন ব্যক্তি আহত হয়েছেন।

জয়দেবপুর রেলওয়ে জংশনের ইনচার্জ রেজাউল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী, উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যাত্রীবাহী বগি লাইনচ্যুত হওয়ায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, দুর্ঘটনায় আহত হয়েছেন ৭ যাত্রী। তাদের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন নিপুন, ফাহিম, হিমেল, বিথি, আহসান হাবিব, ইব্রাহিম হোসেন ও জাকিয়া সুলতানা।