UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে নারীসহ ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক

usharalodesk
মার্চ ১৯, ২০২১ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : র‌্যাব-১ গাজীপুরে নারীসহ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গাজীপুরের মহানগরের চান্দনা চৌরাস্তা থেকে বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে চার সদসস্যের এই চক্রকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, জেলার শ্রীপুর উপজেলার বাসিদেপুর গ্রামের খোকন বেপারীর ছেলে সিফাত (২২), মেট্রোপলিটন সদর উপজেলার রথখোলা এলাকার মোবারক হোসেনের ছেলে নাহিদ (২৩), টাঙ্গাইলের সখিপুর উপজেলার চাকদো গ্রামের আবু রায়হানের ছেলে আশিকুর রহমান আকাশ (২১) এবং ময়মনসিংহের কতোয়ালী উপজেলার স্বদেশী বাজার (কালিবাড়ী) এলাকার কবির হোসেনের স্ত্রী রওশানা আখি (২৫)।
র‌্যাব-১ এর কোম্পানি কামন্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি সুইচ গিয়ার চাকু, একটি ফোল্ডিং চাকুসহ চারজনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে দীর্ঘদিন যাবত এলাকায় সাধারণ পথচারী, বাস যাত্রী ও মোটরসাইকেল আরোহীদের অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে টাকা পয়সা, মোবাইল ফোন ও মূল্যাবান মালামাল ছিনতাই করে নিয়ে যায়। তিনি আরও বলেন, উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।

(উষার আলো-এমএনএস)