UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঊষার আলো
সেপ্টেম্বর ৫, ২০২৪ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপ ভ্যানের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো তিনজন।

সালনা হাইওয়ে থানার ডিউটি অফিসার জেসিকা আক্তার বলেন, জাতীয় সেবা নম্বর-৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

এছাড়া আহতদের ও উদ্ধার করে ওই হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ঊষার আলো-এসএ