UsharAlo logo
শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

usharalodesk
জানুয়ারি ৩০, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গাজীপুর কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। এক শ্রমিককে মারধরের ঘটনার প্রতিবাদে কারখানার বাইরে ও আশপাশে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করতে শুরু করেন।সোমবার (৩০ জানুয়ারি) সকালে নীট এশিয়া নামের পোশাক তৈরির কারখানা শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে নীট এশিয়া নামের কারখানাটির সামনে কয়েক হাজার শ্রমিক সমাবেত হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিতে শুরু করেন। বর্তমানে শ্রমিকরা নীট এশিয়া গ্রুপের আরেকটি প্রতিষ্ঠান মালেক স্পিনিং কারখানার সামনে অবস্থান করছেন।

শ্রমিকরা জানায়, গত শনিবার নীট এশিয়া কারখানার একজন সুপারভাইজার ও শ্রমিককে মারধর করেন ওই প্রতিষ্ঠানের  প্রোডাকশন সেকশনের জেনারেল ম্যানেজার (বিএম)। এরআগে গত অক্টোবর মাসের ১৩ তারিখ কারখানার এক প্রসূতী নারীকে মারধর করেন ওই জিএম। কোনো করণ ছাড়াই মাঝেমধ্যে শ্রমিকদের গায়ে হাত তোলেন তিনি।

তারা আরও জানান, শ্রমিককে মারধরের ঘটনায় গতকাল কর্মবিরতি দেওয়া হয় এবং বিচারের দাবি করা হয়। আজ সোমবার সকালে আমরা কারখানার গেটে গেলে তারা শ্রমিকদের ঢুকতে দেয়নি। তারা মৌখিকভাবে বলছে কারখানা ছুটি। এরপর আমরা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেছি।

বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন গাজীপুর জেলার সভাপতি আমজাদ হোসেন বলেন, নীট এশিয়া লিমিটেড কারখানার প্রোডাকশন জিএম শ্রমিকদের মারধর করেন। এ ঘটনায় শ্রমিকরা শান্তিপূর্ণ আন্দোলন করেন। আজ শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে গেলে তাদের কারখানার ভেতর ঢুকতে দেওয়া হয়নি। পরে শ্রমিকরা নীট এশিয়া গ্রুপের আশপাশের কারখানাগুলো বন্ধ করার জন্য অবস্থান নিয়েছেন। ঘটনাস্থলে পুলিশের সদস্যরা আছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, শ্রমিক মারধরের ঘটনায় শ্রমিকরা বিক্ষোভ করছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে শিল্প ও জেলা পুলিশের সদস্যরা রয়েছেন।

ঊষার আলো-এসএ