UsharAlo logo
সোমবার, ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ চার জনের মৃত্যু

usharalodesk
অক্টোবর ২০, ২০২২ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে মো. সিরাজুল ইসলাম টুটুল (২৮) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় টুটুলের মৃত্যু হয়। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। টুটুল ময়মনসিংহের কোতোয়ালি থানার মৃত সাইদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় হাজী ওহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনার পরদিন শুক্রবার (১৪ অক্টোবর) দগ্ধ মো. মিঠু (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর সোমবার (১৭ অক্টোবর) সকালে মো. পারভেজ (৩১) ও মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. আল-আমিন (৩০) নামে দুই যুবক মারা যান। এ দুর্ঘটনায় দগ্ধ মো. আনোয়ার (৩০) এখনো শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

ঊষার আলো-এসএ