ঊষার আলো রিপোর্ট : গাজীপুর জেলা স্বাস্থ্য সুপারের বাসভবন থেকে ১ গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৭ এপ্রিল শনিবার রাতে কাশিমপুর থেকে চন্দনা বর্মন নামের ওই কিশোরী গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত চন্দনা কালিয়াকৈর উপজেলার কালামপুর (বর্মন পাড়া) গ্রামের মৃত নন্দন বর্মনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা বলেন, দীর্ঘ ৪ বছর ধরে কাশিমপুর বাজার সংলগ্ন পূবালী ব্যাংকের পিছনে গাজীপুর জেলা স্বাস্থ্য সুপার সত্য রঞ্জন ধরের বাসায় গৃহকর্মীর কাজ করেছিল চন্দনা। শনিবার দুপুরে বাড়ির লোকজন তাকে ওয়েটিং রুমের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে নিচে নামিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
জিএমপির কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বলেছেন, রোববার সকালে মৃতদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঊষার আলো- এম.এইচ)