UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

গাফ্ফার চৌধুরী মেহেন্দীগঞ্জ থেকে বিশ্বজয়ী লেখক : নতুনধারা

pial
মে ১৯, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

শোক বিজ্ঞপ্তি : ভাষার প্রথম গানের গীতিকার, প্রথম কবিতার কবি বরেণ্য কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৯ মে) প্রেরিত এক শোক বিজ্ঞপ্তিতে ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, গাফ্ফার চৌধুরী মেহেন্দীগঞ্জ থেকে বিশ্বজয়ী লেখক। তাঁর লেখনি হাজার বছর বেঁচে থাকবে বাংলাদেশসহ সারা বিশে^। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া থেকে বিশ্বজয় করার জন্য নিরন্তর কলমযুদ্ধ করে গেছেন। এই যুদ্ধে তিনি আজীবন বিজয় অর্জন করেছেন।

বিবৃতিতে নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য সামিয়া মাহী প্রমুখ আরো বলেন, নতুন প্রজন্ম আজীবন গাফ্ফার চৌধুরীকে তাঁর গান-কবিতা-কলামের জন্য তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

(ঊষার আলো-এফএসপি)