UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গায়ে আগুন দিয়ে আত্মহত্যায় হেনোলাক্স কোম্পানির এমডি স্ত্রীসহ গ্রেপ্তার

koushikkln
জুলাই ৫, ২০২২ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জাতীয় প্রেসক্লাব চত্বরে নিজের গায়ে আগুন দিয়ে গাজী আনিসের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির (হেনোলাক্স) ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন এবং তার স্ত্রী ও কোম্পানির পরিচালক ফাতেমা আমিনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে গাজী আনিসের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে মামলা করেন।

সোমবার (৪ জুলাই) বিকালে জাতীয় প্রেসক্লাব চত্বরের খোলা স্থানে আনিস নিজের গায়ে আগুন দেন। তখন কয়েকজন সংবাদকর্মী আগুন নিভিয়ে তাকে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। পরে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। আনিস কুষ্টিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
চিকিৎসকরা জানিয়েছিলেন, আগুনে আনিসের শরীরের ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়।

হেনোলাক্স কোম্পানির কাছে তিনি সোয়া কোটি টাকা পান বলে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। মামলায় সেটিও উল্লেখ করা হয়।