UsharAlo logo
রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

গুলিবিদ্ধ আরও এক যুবকের ঢামেক হাসপাতালে মৃত্যু

usharalodesk
জুলাই ২৭, ২০২৪ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ আরও এক যুবকের চিকিৎসাধীন মৃত্যু হয়েছে।শনিবার সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।

নিহত পোশাককর্মী ইয়ামিন চৌধুরীর (১৯) বাড়ি কিশোরগঞ্জ জেলায়। হাসপাতালের ডেথ রেজিস্ট্রার অনুসারে, গত ১৯ জুলাই বাড্ডা এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন।

ইয়ামিনের পরিবারের সদস্য দ্য গণমাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এ নিয়ে ২৭ জুলাই পর্যন্ত অন্তত ২১০ জন প্রাণ হারিয়েছেন। গত ১৮ জুলাই ৩০ জন, ১৯ জুলাই ৬৬ জন, ২০ জুলাই ২৫ জন, ২১ জুলাই ১৪ জন, ২২ জুলাই ছয় জন, ২৩ জুলাই তিন জন, ২৪ জুলাই চার জন, ২৫ জুলাই দুই জন ও ২৬ জুলাই চার জন মারা যান।

ঊষার আলো-এসএ