UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ ৩

usharalodesk
মার্চ ৮, ২০২৩ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ক্যাফে কুইন নামে ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করেছে প‌রিবার।

বুধবার (৮ মার্চ) সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদপুর উজ্জ্বল কুমার হালদার এ তথ্য জানান।উজ্জ্বল কুমার জানান, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিনজন নি‌খোঁজ র‌য়ে‌ছে। নিখোঁজ তিন ব্যক্তির পরিবার জেলা প্রশাসনের কাছে আবেদন করেছে।

তি‌নি বলেন, রাতে স্বজনরা পাঁচজন নিখোঁজ থাকার দাবি করে। পরে দুইজনের খোঁজ পাওয়া যায়। নি‌খোঁজ তিনজ‌ন হলো- মো. মেহেদী হাসান, ইমতিয়াজ মোহাম্মদ ভূইয়া (সেলিম) ও রবিন হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) বলেন, এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়ে‌ছে। বর্তমানে ২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বি‌ভিন্ন ওয়ার্ডে চি‌কিৎসাধীন। বার্ন ইউ‌নিটে চিকিৎসাধীন ১১ জনের ম‌ধ্যে একজনকে ওয়ার্ডে পাঠানোর কথা রয়েছে।

যাদের লাশ হস্তান্তর করা হয়েছে তারা হচ্ছেন, মুনসুর, আলামিন, আবু বক্কর সিদ্দিক, নাজমুল হোসেন, রাহাত, ওবায়দুল হাসান বাবুল, নুরুল ইসলাম, হৃদয়, মাইনুদ্দিন, মমিনুল, নদী, আকুতি বেগম আছিয়া, ইসমাইল হোসেন, ইছহাক মৃধা, সুমন, আব্দুল হাকিম সিয়াম।

মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডের সাততলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত ১৮ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ১৬ জনের মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

ঊষার আলো-এসএ