UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ভারতীয় ভ্যারিয়েন্টে শনাক্ত ৭

usharalodesk
জুন ৫, ২০২১ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গোপালগঞ্জে সাতজনের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরণ) ধরা পড়েছে। শনাক্ত সাতজনই গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের তেলিভিটা গ্রামের বাসিন্দা। জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল রহনান জানান, তেলিভিটা গ্রাম ও সাতপাড় ইউনিয়নের পশ্চিম অংশ নতুন করে লকডাউনের আওতায় আনা হবে। তবে সাতপাড়, বৌলতলী ও সাহাপুর ইউনিয়নের লকডাউন রোববার (৬ জুন) তুলে নেয়া হবে।
গত ১০ দিনে গোপালগঞ্জে আরও ১০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছেন ৩৯৪৩ জনে। মারা গেছেন ৪০ জন।
গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্র বলছে, তারা জেলা প্রশাসনকে সংশ্লিষ্ট এলাকায় লকডাউন ও মোবাইল কোর্ট পরিচালনা জোরদার এবং লাল নিশান দিয়ে এলাকা চিহ্নিত করার অনুরোধ করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে আক্রান্তদের প্রয়োজনীয় সেবা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। আক্রান্ত সাতজনকে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেয়া হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)