UsharAlo logo
সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

গোল্ডেন বুট কার, মেসি নাকি এমবাপ্পের?

pial
ডিসেম্বর ১৫, ২০২২ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এখন কেবল একটা ম্যাচের অপেক্ষা। আর সেই ম্যাচেই নির্ধারণ হয়ে যাবে এবারের ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ।

আর সে সাথে আরও একটা ফায়সালাও হয়ে যাবে। কার হাতে উঠছে কাতার বিশ্বকাপের সেরা গোলদাতার পুরস্কার।

এই পর্যন্ত দৌড়ে সমানতালে এগিয়ে আছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে আর আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ছয় ম্যাচ খেলে দু’জনেরই গোলসংখ্যা হবে ৫।
কিন্তু এমবাপ্পের দুই অ্যাসিস্টের বিপরীতে মেসির অ্যাসিস্ট সংখ্যা ৩। কাজে সেই বিচারে এমবাপ্পের চেয়ে মেসি একটু এগিয়েই থাকছেন।

কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে দুই জনের গোল করার সুযোগ থাকছে। আর সেখানেই নির্ধারণ হয়ে যাবে এবারের গোল্ডেন বল জয়ীর নাম।

আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ ও ফ্রান্সের অলিভার জিরুও ৪ গোল নিয়ে সেরা গোলদাতা হওয়ার দৌড়ে কাগজে-কলমে টিকে রয়েছেন।

(ঊষার আলো-এফএসপি)