UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় উড়োজাহাজ চলাচলে বিঘ্ন

usharalodesk
নভেম্বর ২৫, ২০২৪ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে দুটি ফ্লাইট নামতে পারেনি। এতে শিডিউল বিপর্যয়ে সোমবার সকাল থেকে দুর্ভোগে পড়েছেন উড়োজাহাজের যাত্রীরা। তাদের দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলেই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানান, সকালে হঠাৎ সৈয়দপুরের আকাশে ঘন কুয়াশা দেখা যায়। ফলে ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) অনেক কমে যায়। এর ফলে এয়ার অ্যাষ্ট্রা ও নভোএয়ারের দুটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। শীতকালে মূলত এরকম শিডিউল বিপর্যয় হয়ে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলে ফ্লাইট নামতে পারে বলে জানান তিনি।

ঊষার আলো-এসএ