UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় ইয়ানের তাণ্ডবে বিদ্যুৎহীন কিউবা

pial
সেপ্টেম্বর ২৮, ২০২২ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়ানের তাণ্ডবের পর কিউবার বিদ্যুৎ গ্রিডে বিপর্যয় দেখা দিয়েছে, ফলে ক্যারিবীয় দ্বীপদেশটির ১ কোটি ১০ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার রাতের সময় কিউবার পিনার ডেল রিও প্রদেশে আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়ান। ক্ষয়ক্ষতির আশঙ্কায় সে অঞ্চল থেকে কয়েক লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। এছাড়া কিউবার কয়েক দশকের পুরনো বৈদ্যুতিক গ্রিডে কয়েক মাস ধরেই সমস্যা হচ্ছিল। দেশটির অধিকাংশ অঞ্চলে লোডশেডিং হয়ে উঠছিল দৈনন্দিন জীবনের একটি অংশ। তবে ঘূর্ণিঝড় ইয়ানের তাণ্ডবে পুরো ব্যবস্থাটিতেই বিপর্যয় দেখা দিয়েছে।

কিউবার ইলেকট্রিক ইউনিয়নের টেকনিক্যাল ডিরেক্টর লাজারো গুয়েরা জানান, জাতীয় বৈদ্যুতিক ব্যবস্থায় সমস্যা, আংশিকভাবে ঝড়ের ফলে বিদ্যুৎ নেটওয়ার্ক বিপর্যস্ত হয়ে পড়েছে।

তিনি আরও জানিয়েছেন, বুধবার রাতে ও ভোরে বৈদ্যুতিক ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ শুরু হবে।

কিউবার বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের বিধ্বংসী অবস্থা বর্ণনা করেছেন ও প্রচণ্ড বাতাসে গাছের উপড়ে যাওয়ার ছবি পোস্ট করেছেন।

ইউনাইটেড স্টেটস ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, ইয়ানের বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ২০৫ কিলোমিটার ছিল।

(ঊষার আলো-এফএসপি)