UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চকবাজারে পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে

pial
আগস্ট ১৫, ২০২২ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঢাকার চকবাজারে পলিথিন কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ (১৫ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন সংবাদমাধ্যমকে এ তথ‌্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। পরে সেখানে আরও দুটি ইউনিট যোগ দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, লালবাগ থানার কামালবাগ এলাকার ৩ নম্বর দেবিদ্বার ঘাটসংলগ্ন সেই কারখানায় দুপুর ১২টার দিকে আগুন লাগে। এরপর আগুন পাশের এক হোটেলও ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর পরই কারখানার ভেতর এবং আশপাশের লোকজন দ্রুত সরে যায়। কিন্তু তাৎক্ষণিভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

(ঊষার আলো-এফএসপি)