UsharAlo logo
মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের পাহাড়তলী কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ঊষার আলো
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুন লাগার খবর পেয়ে নগরীর বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাত ১২টা ১৫ মিনিটে পাহাড়তলী কাঁচাবাজারে আগুন লাগে। বর্তমানে আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার প্রাথমিক কারণ এখনই বলা যাচ্ছে না।’

এদিকে রাত পৌনে ২টার দিকে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।
সূত্র : ইউএনবি