UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে আটকের পর যুবদল নেতাকে ছেড়ে দিল পুলিশ

ঊষার আলো
সেপ্টেম্বর ৮, ২০২৪ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চট্টগ্রামে আমদানি করা লোহার স্ক্র্যাপ বহনকারী ট্রাক আটকে চাঁদাবাজির অভিযোগে ফজলুল করিম চৌধুরী নামে যুবদলের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী।

আটক ব্যক্তি সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহবায়ক। শনিবার দুপুরে নগরীর হালিশহর থানার ওয়াপদা মোড়ে থেকে তাকে আটক করা হয়। তবে রাতে ওই যুবদল নেতাকে থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরীর পোর্ট কানেক্টিং রোড দিয়ে আমদানি করা লোহার স্ক্র্যাপ নিয়ে যাচ্ছিল আবুল খায়ের কোম্পানির (একেএস) একটি ট্রাক। চলন্ত ট্রাকের পিছনে উঠে কিছু পথশিশু ও ছেলে সেখান থেকে লোহার স্ক্র্যাপ রাস্তায় ফেলছিল। গাড়ির চালক ও হেলপার বিষয়টি খেয়াল করলে ওয়াপদা এলাকায় থামে তারা।

ট্রাক থেকে নেমে তাদের ধরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেখানে ফজলুল করিম চৌধুরী হাজির হন। পরে তিনি চালককে আবুল খায়েরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এসে তার সঙ্গে কথা বলতে চাপ দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে সেখানে হালিশহর থানার টহল পুলিশ আসে।

পুলিশের সঙ্গেও বাগবিতণ্ডতায় লিপ্ত হন ফজলুল। একপর্যায়ে পুলিশের পক্ষ থেকে সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়। সেনাবাহিনীর একটি দল সেখানে গিয়ে ফজলুলকে আটক করে থানায় হস্তান্তর করে।

হালিশহর থানার ওসি (তদন্ত) মোজাহিদুল ইসলাম বলেন, ‘সেনাবাহিনীর সহযোগীতায় ফজলুল করিম চৌধুরীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তবে যারা অভিযোগ দেয়ার কথা তাদের কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।’

এ বিষয়ে ফজলুল করিম চৌধুরী বলেন, ‘কিছু পথশিশু ট্রাক থেকে মালামাল ফেলতে দেখে আমি তাদের বাধা দেই। এ নিয়ে একটি ভুল বুঝাবুঝির সৃষ্ট হয়। বিষয়টি সমাধান হয়ে গেছে।’

ঊষার আলো-এসএ