ঊষার আলো রিপোর্ট : চট্টগ্রামের আকবর শাহ থানার এসকে ট্রেডিংয়ের পোল্ট্রি ফিডের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২২ মে) সকাল ৯টা ৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ বলেন, সকাল ৯টা ৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় সকাল ১০টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে। গোডাউনটিতে মুরগীর খাবার রাখা ছিল। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ঊষার আলো-এসএ