UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ফার্মেসিতে অভিযান, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার

usharalodesk
জানুয়ারি ১৮, ২০২৩ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে চট্টগ্রাম মহানগরীর হাজারী গলিতে অভিযান চালিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর কোতোয়ালি থানার ওষুধের এ পাইকারি বাজারে অভিযান চালানো হয়।

এ সময় অবৈধ ওষুধ রাখার দায়ে তিনটি ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া দুটি গোডাউনের দরজা ভেঙে ভেতরে থাকা প্রায় ৩০ লাখ টাকার ওষুধ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। অভিযানের সময় অধিকাংশ দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ওষুধ প্রশাসনের অনুমতি নেই এমন অবৈধ ওষুধ বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা করে এবং একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুটি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় গোডাউনের দরজা ভেঙে ভেতরে থাকা তিন বস্তা মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে। এসব ওষুধের মূল্য ৩০ লাখ টাকার বেশি হবে বলে ওষুধ প্রশাসনের সংশ্লিষ্টরা জানিয়েছেন। যাচাই-বাছাই শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।