UsharAlo logo
শনিবার, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে মৃত্যু ৪ : নিম্নাঞ্চলে পানিবন্দি মানুষ

pial
জুন ১৮, ২০২২ ৯:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : চট্টগ্রামে অব্যাহত বৃষ্টির কারণে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু হয়েছে।‌ এর মধ্যে শহরের আকবরশাহ এলাকায় পাহাড়ধসে ২ বোনের ও বিজয়নগর এলাকায় আরেকটি ধসের ঘটনায় আরো ২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুন) রাত একটার দিকে আকবরশাহ এলাকায় নিহত ২ জন হলেন- মাইনুর আক্তার ও শাহিনুর আক্তার। লেকসিটি বিজয় নগর এলাকায় পাহাড় ধসের ঘটনায় আরো ২ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন ৩ জন।‌ তবে লেকসিটিতে নিহত ২ জনের পরিচয় জানা যায়নি এখনো।

চট্টগ্রাম শহরে হাজারো মানুষ চট্টগ্রামের পাহাড় গুলোর পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন। ‌পাহাড় ধস রোধে ইতিপূর্বে গঠিত বিশেষ কমিটির ৩৬ দফা সুপারিশ কার্যকর না হওয়ায় উপর্যুপরি এমন হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে। ‌

অন্যদিকে, চট্টগ্রাম শহরের নিম্নাঞ্চলগুলো রাতভর বৃষ্টিতে এখনো পানিবন্দি হয়ে আছে। সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।

(ঊষার আলো-এসএইস)