UsharAlo logo
শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

ঊষার আলো
এপ্রিল ৯, ২০২১ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে মো: মুফিজ (৪৫) নামে এক ব্যাক্তিকে। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড গঞ্জম আলী সরকার বাড়ির আবদুর রহমানের ছেলে। শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে নিহত মুফিজের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ড হয়েছে বলে ধারনা করছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনাস্থল থেকে দুটি মোটরবাইক জব্দ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ডিউটি অফিসার এসআই হাসানুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মানলা দায়ের প্রস্তুতি চলছে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে আমাদের একাধিক টিম অভিযানে রয়েছে।

(ঊষার আলো-এমএনএস)