UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম হাসপাতালের নার্সদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার

pial
জুন ৮, ২০২২ ৭:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্সকে মারধরের ঘটনা নিয়ে চলা নার্সদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার (৭ জুন) রাত সাড়ে ১০ টার দিকে হাসপাতালের পরিচালকের আশ্বাসের উপর ভিত্তি করে কর্মসূচি প্রত্যাহার করেন তারা।

ইন্টার্ন নার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেন্টু মিয়া বলেন, হাসপাতালের পরিচালক ও কলেজের অধ্যক্ষ মহোদয়ের সাথে নার্স অ্যাসোসিয়েশনের মিটিং হয়েছে। তারা দোষীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন। তাই আমাদের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

অন্যদিকে, দায়িত্বরত নার্সকে মারধরের ঘটনাকে ‘অপ্রীতিকর’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান। নার্স সদস্যদের সাথে বৈঠক শেষে তিনি বলেন, গত ৩ দিন ধরে নার্সরা অক্লান্ত পরিশ্রম করেছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। এ ঘটনার সাথে কোনো ছাত্র কিংবা ইন্টার্ন চিকিৎসক জড়িত থাকলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

(ঊষার আলো-এসএইস)