চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। এতে ফেল করেছেন ৪৯ হাজার ৭৩৩ ভর্তিচ্ছু; যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর ৭৯ দশমিক ৫৪ শতাংশ।
রোববার দুপুর ২টার দিকে ফল প্রকাশের পর এ তথ্য নিশ্চিত করেছেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান। বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়।
কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ১০টি বিষয়ের বিপরীতে সাধারণ আসন রয়েছে ৮৯৬টি। এবার মোট আবেদন করেন ৭৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী। চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী কেন্দ্রে মোট পরীক্ষা দিয়েছেন ৬২ হাজার ৫২৫ জন শিক্ষার্থী।
গত ১ মার্চ ‘এ’ ইউনিট, ৮ মার্চ ‘বি’ ইউনিট, ১০ মার্চ বি-১ উপ-ইউনিট, ১১ মার্চ বি-২ উপ-ইউনিট ও ১৫ মার্চ সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আগামী ২২ মার্চ ডি ইউনিট ও ২৪ মার্চ ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঊষার আলো-এসএ