UsharAlo logo
রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চরমপন্থি শাহিন হত্যা মামলায় ৩ জন গ্রেফতার

ঊষার আলো প্রতিবেদক
এপ্রিল ১১, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগরীতে চরমপন্থি শাহিন হত্যা মামলায় ৩ আসামিকে গ্রেফতার করেছে কেএমপি পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে শাহনেওয়াজ পারভেজ রনি (৩৪), আমিনুর (২০) এবং হিরা ঢালী (২৮)।
গ্রেফতারকৃত আসামী আমিনুর এবং হিরা ঢালী শাহিন হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। তাদেরকে নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা নয়াপাড়া ও বাগমারা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
কেএমপির এডিসি মোহাম্মদ আহসান হাবিব জানান, গত ১৫ মার্চ রাতে খুলনা সদর থানাধীন বাগমারা খালপাড় রোডের ফাঁকা রাস্তার উপর ৫/৬ জন্য দূর্বৃত্ত গুলি করে শেখ শাহিনুল হক শাহিন নামে এক ব্যক্তিকে হত্যা করে। এই ঘটনায় খুলনা থানা পুলিশ ঘটনাস্থলের আশেপাশের রাস্তার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকান্ডে জড়িত আসামীদের সনাক্ত করে এবং নগরীর মহেশ্বরপাশা ও বাগমারা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। এর মধ্যে দুইজন হত্যাকান্ডের সাথে জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করেছেন।
গ্রেফতারকৃত আসামী আমিনুর এবং হিরা ঢালী শাহিন হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। হত্যাকান্ডে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।

ঊআ-বিএস