UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চলে গেলেন বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড প্রাপ্ত অধ্যাপক দুর্লভ বিশ্বাস

usharalodesk
মার্চ ৬, ২০২৪ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মফস্বলে সাংবাদিকতার প্রসারে ভূমিকা রাখায় বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ বিশ্বাস মৃত্যুবরণ করেছেন। তিনি মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও সমকাল পত্রিকার মির্জাপুর প্রতিনিধি ছিলেন।

গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

২০২২ সালে মফস্বলে সাংবাদিকতার প্রসারে ভূমিকা রাখায় টাঙ্গাইল জেলায় তাকে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

আজ বুধবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে তাঁকে রাস্ট্রীয় মর্যাদা দেওয়া হবে। পরে উপজেলা সদরের বাওয়ার কুমারজানি নিজ গ্রামে তাকে কবর দেওয়া হবে। তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট ও পাইলস রোগে ভুগছিলেন।

তার মৃত্যুতে টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সাংসদ খান আহমেদ শুভ, পৌরসভার মেয়র সালমা আক্তার গভীর শোক প্রকাশ করেছেন।

এছাড়া উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও মির্জাপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

ঊষার আলো-এসএ