UsharAlo logo
রবিবার, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চলে গেলেন বাংলাদেশের প্রথম ওয়ানডের পেসার

pial
এপ্রিল ১৯, ২০২২ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের প্রথম ওয়ানডের পেসার সামিউর রহমান। আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৮ বছর।

তিনি গত দেড় বছর ধরে অসুস্থ ছিলেন। তার ব্রেন টিউমার হয়েছিল, সাথে ডিমেনশিয়ায়ও ভুগছিলেন।

বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে। আর সেই ম্যাচে টাইগার পেসার ছিলেন সামিউর রহমান। ছয়দিন পর ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি তার ক্যারিয়ারের দ্বিতীয় এবং শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন।

সামিউর রহমান আজীবন ক্রিকেটের সাথে জড়িয়ে ছিলেন। প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেটে আম্পায়ারিং করেছেন ২৮ ম্যাচে। আর ম্যাচ রেফারি ছিলেন ১১১ ম্যাচে, এছাড়া টি-টোয়েন্টিতে ২৫টি ম্যাচেও ম্যাচ রেফারিং করেছেন।

(ঊষার আলো-এফএসপি)