UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

pial
জুন ৪, ২০২২ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : চাঁদপুর লঞ্চঘাটে নারায়নগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ থেকে ৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে নৌ-থানা পুলিশ আটক করেছে। শনিবার (৪ জুন) দুপুরে চাঁদপুর নৌ-থানা পুলিশের এসআই রেদওয়ান, এএসআই আকবরসহ পুলিশ সদস্যরা তাদের আটক করে।

আটক মাদক কারবারীরা হলেন- কুমিল্লা জেলা সদরের রুবেল, শরিয়তপুর জেলার শখিপুর থানার মোঃ শাহবুদ্দিন মাতবর এবং একই জেলার আনিস রাঢ়ী।

নৌ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের সাথের স্কুল ব্যাগ তল্লাশি করে ৪ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। চাঁদপুর লঞ্চঘাট থেকে নারায়নগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ থেকে তাদেরকে আটক করা হয়। কুমিল্লা থেকে স্কুল ব্যাগে করে ৪ কেজি গাঁজা লঞ্চঘাটে নিয়ে আসে রুবেল। তার কাছ থেকে শরিয়তপুর জেলার মো. শাহবুদ্দিন ও আনিস রাঢী সেগুলো নিতে আসেন।

চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হবে।

(ঊষার আলো-এসএইস)