UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেফতার

usharalodesk
জানুয়ারি ৮, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চুয়াডাঙ্গায় চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা সোহেল রানাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার দুপুরে শহরের কোর্টমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার সোহেল রানা চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতাল পাড়ার জামাত আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

বিষয়টি নুরুজ্জামান তার প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের জানালে তার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেয় অভিযুক্তরা।গত পরশু ৬ জানুয়ারি আবারও জোর করে ২ হাজার পিস ইট নিয়ে যায় সোহেল রানাসহ কয়েকজন।উপায়ান্তর না পেয়ে নুরুজ্জামান তার বাড়ি নির্মাণের জন্য কেনা বাকি ৬০ গাড়ি ইট অন্যত্র বিক্রি করে দেন।

মঙ্গলবার সেসব ইট ট্রাকযোগে সরানোর সময় সোহেল রানাসহ কয়েকজন বাধা দেয়। ১০ লাখ টাকা চাঁদা না দিলে ইট সরাতে দেবে না বলেও হুমকি দেয় তারা।

এ ঘটনায় থানা পুলিশে খবর দেন ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী।খবর পেয়ে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে শহরের কোর্ট মোড় এলাকা থেকে সোহেল রানাকে আটক করে।এ ঘটনায় রাতেই নুরুজ্জামানের স্ত্রী আরিফা পারভীন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত সোহেল রানাকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেছে ভুক্তভোগী।

চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি বলেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানাকে আটক করা হয়েছে বলে জেনেছি।দলীয় শৃঙ্খলা নষ্ট হয় এমন কোনো ঘটনায় জড়িয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঊষার আলো-এসএ