UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদাবাজ-মাস্তান-জমি দখলকারীর আ.লীগে জায়গা নেই

usharalodesk
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চাঁদাবাজ, মাস্তান, জমি দখলকারী এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আওয়ামী লীগে জায়গা নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, দলের মধ্যে থেকে, সরকারের মধ্যে থেকে, দলের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, মাস্তানি, জমি দখল- এসব যারা করবে, মাদক ব্যবসা যারা করবে, যারা স্বাধীনতা বিরোধী অপশক্তির সঙ্গে আছে তাদের আওয়ামী লীগ করার সুযোগ নেই।

তিনি বলেন, আওয়ামী লীগের লোকের অভাব নেই; আওয়ামী লীগের বহু লোক; ডাক দিলেই হাজার হাজার লোক। খারাপ লোক এনে পার্টির নেতা করার কোনো দরকার নেই। একটা খারাপ লোক দলের ভাবমূর্তি নষ্ট করে; একটা খারাপ লোকের জন্য গোটা পার্টির দুর্নাম হয়।

হিরো আলমকে জিতিয়ে বিএনপি সংসদকে ছোট করতে চেয়েছিল অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব বললেন ‘রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হিরো আলমকে হারানো হয়েছে’- হায়রে মায়া! হিরো আলমের জন্য এত দরদ উঠল তার। তিনি ভেবেছিলেন, হিরো আলম জিতে যাবে। কিন্তু হিরো আলম এখন জিরো হয়ে গেছে। হিরো আলমকে বিএনপি নির্বাচনে দাঁড় করিয়েছে। তারা সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে। অবশেষে ফখরুলের স্বপ্ন ভঙ্গ হয়েছে।

সমাবেশের শুরুতে ওবায়দুল কাদের উপস্থিত জনসাধারণের উদ্দেশে বলেন, আপনারা কেমন আছেন? জানি একটু ভালো নেই। আমরা পরিস্থিতিকে অস্বীকার করছি না। শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করছেন যাতে করে আপনাদের দুঃসময় কেটে যায়। শেখ হাসিনা রাত জেগে মানুষের কথা ভাবেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, খেলা হবে, খেলা তো হবেই। কিন্তু কার সঙ্গে খেলব? বিএনপির উঁচু গলা নিচু হয়ে গেছে। কী খেলব তাদের সঙ্গে! বিএনপিকে বলি, ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দারের সঙ্গে খেলতে চাই না। সেই রকম পার্টি দরকার, প্রতিপক্ষ দরকার।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মহিউদ্দিন জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ। সমাবেশে সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।