শেরপুরে এক ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগে শেরপুর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হোসেন আলীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।
রোববার (১৩ জুলাই) কেন্দ্রীয় সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম নয়নের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় পরিচয় ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় হোসেন আলীকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, মাধবপুর মহল্লার সালমান নামে এক স্টেশনারি ব্যবসায়ীর কাছে যুবদল নেতা হোসেন আলী দফায় দফায় চাঁদা দাবি করে হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি জেনে রোববার দুপুরে কেন্দ্রীয় যুবদল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের বিষয়টি জানান।
ঊষার আলো-এসএ