ক্রীড়া ডেস্ক :স্টুয়ার্ট ল, যার কোচিংয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এমন অর্জনের পর তাকে রেখে দেওয়ার চেষ্টা করা হলেও পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব ছেড়ে দেন এই অস্ট্রেলিয়ান কোচ। পরবর্তীতে অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে ল কে ফেরালেও এ দফাতেও তিনি মাঝপথে দায়িত্ব ছাড়েন। তবে এখন হাতে কোনো কাজ নেই তার। যে কারণে হন্যে হয়ে চাকরি খুঁজতে হচ্ছে তাকে।
লিংকডইন প্রোফাইলে আরও লেখা হয়েছে, ‘স্টুয়ার্ট ল এখন বেকার। তিনি ক্রিকেট কোচ ও সহকারীর ভূমিকায় কাজ করতে চান।’
অস্ট্রেলিয়ার হয়ে ১টি টেস্ট ও ৫৪ ওয়ানডে খেলা স্টুয়ার্ট ল ১৯৯৬ বিশ্বকাপের ফাইনালে খেলেছেন। টেস্টে একটি ফিফটি ও ওয়ানডেতে ১টি সেঞ্চুরির পাশাপাশি ৭টি ফিফটি আছে তার। পরবর্তীতে অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন। এরপর ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পালন ছাড়াও শ্রীলংকা ও আফগানিস্তান দলের অন্তর্বর্তীকালীন কোচেরও দায়িত্ব পালন করেছেন ল।
সবশেষ যুক্তরাষ্ট্র দলের কোচের ভূমিকায় ছিলেন তিনি। তার অধীনে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় ও বিশ্বকাপে পাকিস্তানের মতো দলকে হারায় যুক্তরাষ্ট্র। রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন ল। তবে পরবর্তীতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে স্কটল্যান্ডের কাছে ১০ উইকেটে হারের পর স্টুয়ার্ট লকে বরখাস্ত করে যুক্তরাষ্ট্র ক্রিকেট। যেখানে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় খেলোয়াড়দের প্রতি বৈষম্য, অবিশ্বাস ও পক্ষপাতদুষ্ট আচরণ করছেন তিনি।
ঊষার আলো-এসএ