UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চার বছর বয়সী আরাফের হার্টে ছিদ্র, তাকে বাঁচাতে সাহায্য কামনা

pial
নভেম্বর ১, ২০২২ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

আজিজুল ইসলাম : হাসি ভরা মুখ চার বছর বয়সী আতিকুজ্জামান আরাফেের হার্টে ছিদ্র। সমবয়সী অন্য শিশুরা যখন ক্লান্তিহীনভাবে খেলা করে, তখন অসুস্থ হয়ে পড়ে ছোট্ট আরাফ।

জ্বর শ্বাসকষ্ট, বমি বমি ভাব, বুকে ব্যথাসহ নানা উপসর্গ তার শরীরে । যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হাদিউজ্জামান শাওন ও ইসমত আরা দম্পতির একমাত্র ছেলে আরাফ।

আরাফ অসুস্থ হওয়ার পর শুরু হয় তার চিকিৎসা। কিন্তু রোগ সারার কোনো লক্ষণ না দেখে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

পরীক্ষা-নিরীক্ষায় হার্টে ছিদ্র ধরা পড়ে শিশুটির। এখন অপারেশন প্রয়োজন। খরচ ৩ লাখ টাকা। গরিব বাবা এতো টাকা কোথায় পাবে? চিকিৎসার অভাবে একমাত্র ছেলে আরাফের হৃৎপিণ্ডের ছিদ্র বড়ো হচ্ছে দিন দিন। তাই অঝোরে কেঁদে চলেছেন ‘মা ” ইসমত আরা আখি । চিকিৎসা না করাতে পারলে হয়তো ছেলেকে বাঁচাতে পারবেন না- এমন চিন্তায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা হাদিউজ্জামান শাওন। তাই সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তিনি।
এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন শিশু আরাফের বাব-মা।

চিকিৎসা সহযোগিতার জন্য তাদের বিকাশ 01725-717017 নম্বারে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন শিশু আরাফের বাবা ও মা।

(ঊষার আলো-এফএসপি)