UsharAlo logo
রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রয়েল দত্ত ,রাউজান প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ে মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও টি কে গ্রুপের পরিচালক আলহাজ্ব মো. মোফাচ্ছেল হক এর সভাপতিত্বে এবং শিক্ষক জাকের হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি জাহিদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ, আওয়ামী লীগ নেতা কামরুল হোসেন বাহাদুর, বশির উদ্দিন খান, আলমগীর কবির চৌধুরী,মোদাচ্ছের হায়দার মেম্বার, আনোয়ার হোসে। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এস এম আলতাফ হোসেন। শিক্ষক অমল কান্তি চৌধুরী, কাজল চৌধুরী, কামাল উদ্দিন, শাহনাজ বেগম, তানুপমা দাশ, সুজন দে, যুঁই দে, তাপস কুমার সরকার, কে এম আকবর হোসেন, যুবলীগ নেতা জাহেদুল আলম, আকতার হোসেন, নুরনবীসহ অভিভাবক ও  শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার নানা ইভেন্টের মধ্যে ছিল ছেলেদের ৩০০ মিটার দৌড়, নারীদের ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, সুই সুতা দৌড়, চকলেট দৌড়, বেলুন ফুটানো, যেমন খুশি তেমন সাজো ও নৃত্য প্রতিযোগিতা।