UsharAlo logo
মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চিকিৎসকদের ওপর হামলাকারীদের তুলে দেওয়া হলো সেনাবাহিনীর হাতে

ঊষার আলো ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

সোহরাওয়ার্দী মেডিকেলে হামলা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হামলার ঘটনায় বর্তমানে কর্মবিরতিতে আছেন চিকিৎসকরা। ঠিক এমন সময়েই রাজধানীর শেরেবাংলানগর এলাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আরেকটি হামলার ঘটনা ঘটেছে।

আজ রবিবার (০১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একাধিক চিকিৎসকের ওপর এই হামলার ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ইন্টার্ন চিকিৎসক রাকিব জানান, মাল্টি অর্গ্যান ফেইলিওর একজন রোগী আইসিইউতে ভর্তি ছিল। তার অ্যাজমার সমস্যা ছিল। সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। যা ক্লিনিক্যালি আমাদের চিকিৎসকরা প্রুভ করেছেন। কিন্তু মারা যাওয়ার পর কয়েকজন ব্যক্তি চিকিৎসকদের ওপর হামলা করে। আমাদের মনে হয় উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো একটি গোষ্ঠী এ ধরনের হামলা চালাচ্ছে।

পুলিশ এবং চিকিৎসকদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে হামলাকারীদের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।