ঊষার আলো ডেস্ক : করোনার মহামারিতে আবারো বিপদের মুখে পড়েছে চীন। করোনা রূপ পাল্টে ‘ডেল্টা’হয়ে এবার আতঙ্ক ছড়াচ্ছে চীনে। উত্তর চীনের নানজিং প্রদেশে ভয়াবহ রূপ নিয়ে নতুন করে ছড়িয়ে পড়ছে ডেল্টা।
বিপুল সংখ্যক করোনা পরীক্ষা, নানা স্থানে করোনা রুখতে কড়া বিধিনিষেধের পরেও নানজিংয়ের বিমানবন্দর থেকে ছড়ানো শুরু করেছে এ সংক্রমণ। জুলাইয়ে নানজিং প্রদেশে ১ দিনে সন্ধান পাওয়া গেছে ২শ জন করোনা রোগীর।
এছাড়া বেইজিংয়ে ডেল্টা ধরনে আক্রান্ত এক জনের সন্ধান পাওয়া গেছে। সরকারিভাবে বলা হয়, ওই ব্যক্তি সম্প্রতি নানজিং গিয়েছিলেন। সেখান থেকে সংক্রমণ নিয়ে বেইজিংয়ে ফিরেছেন তিনি। বেইজিংয়ে ৬ মাস পর স্থানীয়ভাবে সংক্রমণের খোঁজ পাওয়া গেছে।
(ঊষার আলো-আরএম)