UsharAlo logo
মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনের রাষ্ট্রদূতের জামায়াত আমিরের সঙ্গে বৈঠক

ঊষার আলো ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকায় তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তাদের মধ্যে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বৈঠক শেষ জামায়াতের আমির বলেন, ‘কীভাবে চীন ও বাংলাদেশ আরও গভীরভাবে কাজ করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে।পার্টি টু পার্টি কীভাবে আরও গভীরভাবে কাজ করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে। উন্নয়ন সহযোগী হিসাবে চীন আরও বিনিয়োগ প্রত্যাশা করে। ’

তিনি বলেন,  ‘দীর্ঘ এক ঘণ্টা বৈঠক হয়েছে, কীভাবে আগামীর সংস্কৃতিসহ দুই দেশের জনগণের সম্পর্ক উন্নয়নে কাজ করা হবে— সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আশা করি, আগামীতেও এ ধরনের আলোচনা অব্যাহত থাকবে। তারা আমাদের দীর্ঘদিনের পার্টনার। রোহিঙ্গা ইস্যু নিয়ে তাদের জামায়াতের নেতারা অনুরোধ করেছেন, যেন তাদের প্রত্যাবাসন দ্রুত করা যায়। ’

চীনের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে চীনের ইনভেস্টমেন্টসহ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের ভেতরে এখন যে পরিস্থিতি আছে, সেটার উন্নতি নিয়ে আলোচনা করেছি। দুই দেশের সম্পর্ক উন্নয়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ’

অন্তবর্তী সরকারের সময়সীমা নিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে চীন কিছু বলতে চায় না। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। ’