UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনে কমছে জন্মহার, কমে আসতে পারে কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ

ঊষার আলো
এপ্রিল ১২, ২০২১ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চীনে জীবনযাত্রার ব্যয় বেড়ে চলায় দম্পতিদের মধ্যে সন্তান ধারণের প্রবণতা প্রতিনিয়ত লোপ পাচ্ছে। জন্মহার কমে যাওয়ার কারণে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা কমছে ও বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে চলেছে।

বিশেষজ্ঞরা বলেন, ‘এখনই কার্যকর কোনও ব্যবস্থা না নেওয়া হলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি জনসংখ্যার ভারসাম্যহীন একটি দেশে পরিণত হবে।’

সর্বশেষ ২০২০ সালের শেষের দিকে পরিচালিত আদমশুমারির ফলাফলে দেখা গেছে, ১৪ বছর অথবা তার কম বয়সী জনসংখ্যার অনুপাত ২০২০ সালে ছিল ২২.৮৯ শতাংশ যা কমে নেমেছে ১৬.৬০ শতাংশে। কয়েক দশকের পুরনো একটি শিশু নীতির কারণে এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে। এতে ৬০ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের সংখ্যা প্রায় ১০ শতাংশ বেড়েছে। এ প্রবণতার ধারাবাহিকতা চীনের কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ কমাবে। কাজেই এর ফলে উৎপাদনশীলতার উপর প্রভব পড়বে।

অন্যদিকে, জন্মহার বাড়ানোর জন্য চীন ২০১৬ সালের দিক এক সন্তান নীতি বাতিল করে। চীনে ২০২০ সালের মধ্যে জনসংখ্যা ১.৩৪ বিলিয়ন থেকে বাড়িয়ে ১.৪২ বিলিয়ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)