ঊষার আলো ডেস্ক : চীনের বন্যা কবলিত দক্ষিণাঞ্চল থেকে কয়েক লক্ষ মানুষকে উদ্ধার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়। ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ভূমিধসের কারণে ওই এলাকাগুলো কার্যত অচল হয়ে পড়েছে।
গুয়ানডং, গুয়াংজি এবং জিয়াংজি প্রদেশসহ গোটা চীনের ৮৫টি নদীর পানি বিদৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গুয়ানডং কর্তৃপক্ষ জানায়, এ পর্যন্ত ২ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫৪ মিলিয়ন মার্কিন ডলারের মতো। এই অঞ্চলের প্রায় ৫ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন।
এদিকে, গুয়াংজি এলাকায় এক লাখ ৪৫ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। ওই অঞ্চলে প্রায় ২৭০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত।
আর জিয়াংজি প্রদেশে ৫ লক্ষ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় সাড়ে ৪ লাখ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত।
সূত্র: আল জাজিরা
(ঊষার আলো-এফএসপি)