UsharAlo logo
সোমবার, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চুকনগর ঐতিহ্যবাহী ভদ্রা নদীতে নৌকাবাইচ 

koushikkln
সেপ্টেম্বর ২, ২০২২ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

পরেশ দেবনাথ, মঙ্গলকোট, কেশবপুর : কেশবপুর-ডুমুরিয়ার সীমান্তবর্তী এলাকা চুকনগর বাজার সংলগ্ন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী ভদ্রা নদীতে গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা নৌকা বাইচ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুর থেকে পড়ন্ত বেলা পর্যন্ত চলে এ প্রতিযোগিতা। পড়ন্ত বিকেলে একরাশ জলরাশিতে বর্ণিল এই নৌকাবাইচ দেখতে নদীর দুই তীরে ভিড় জমায় হাজার হাজার নারী পুরুষ। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর নৌকা বাইচের আয়োজন করা হয়ে থাকে বলে জানান আয়োজকরা। বৈঠার তালে তালে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। নৌকাবাইচ দেখতে দুপুর থেকে নদী তীরে ভিড় জমায় হাজার হাজার নারী পুরুষ। উচ্ছ্বাস ও আনন্দ নিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেছেন দুর-দুরন্ত থেকে আসা লোকেরা। ঢাক-ঢোলের তালে তালে গ্রাম বাংলার গান আর মাঝি মাল্লার বৈঠার ছন্দে মাতিয়ে তোলে নৌকাবাইচ প্রতিযোগিতা। এ নৌকাবাইচে বিভিন্ন জেলা থেকে ৬ টি পানসি নৌকা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এর মধ্যে চুকনগর এলাকার মোস্তাফিজুর রহমান টিটুর ‘রিয়া’ নামক পানসি নৌকাটি প্রথম স্থান, শফিকুল ইসলাম গাজীর পঙ্খীরাজ ২য় এবং সামাদ গাজীর তুফান নৌকাটি ৩য় স্থান অধিকার করে।
চুকনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে,  বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম বলেন, এই ভদ্রা নদীতে ১৯৭১ সালে খান সেনাদের গুলিতে নিহত হাজার হাজার আবাল বৃদ্ধ বনিতার লাশ ভেষেছিল।
এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুকনগর বাজার হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন মালী। সভায় প্রধান অতিথি ছিলেন, চুকনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। নৌকা বাইচ প্রতিযোগীতার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা অধ্যাপক জিএম ফারুক হোসেন, স,ম মুস্তাফিজুর রহমান দুলু, চুকনগর বাজার কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী প্রহ্লাদ ব্রহ্ম, সরদার ওহিদুল ইসলাম, সরদার শরিফুল ইসলাম, মনিরুল ইসলাম ব্রাউন, বিএনপির নেতা এম এ সালাম, সরদার দৌলত হোসেন, বিএম হাবিবুর রহমান হবি, জাতীয় পার্টির নেতা শেখ শহিদুল ইসলাম, গাজী মিজানুর রহমান, মুজিবুর রহমানসহ আরোও অনেকে।