UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চুক্তিবদ্ধ খেলোয়াড়দের সুখবর দিল বিসিবি

ঊষার আলো
জুন ১৭, ২০২১ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা প্রকাশে ধীরগতি দেখা দিলেও জাতীয় দলের খেলোয়াড়দের বেতন নিয়ে অবশেষে সিদ্ধান্তে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সেক্ষেত্রে সুখবর পেলেন চুক্তিবদ্ধ খেলোয়াড় সাকিব-তামিম-মুশফিকরা।

বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বেতন বৃদ্ধি করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১৭ জুন) সংবাদমাধ্যমের সাথে আলাপকালে আকরাম খান জানান, ‘করোনাভাইরাসের (কোভিড-১৯) পরিস্থিতিতে ক্রিকেটখেলুড়ে দেশগুলোর বোর্ডগুলো তাদের খেলোয়াড় এবং স্টাফদের বেতন কমাচ্ছে। আমরাও  বোর্ড সভাপতিকে অনুরোধ করেছিলাম তা কমানোর জন্য। তবে তিনি বেতন বাড়ানোর কথা বলেছেন। আমরা মৌখিকভাবেই অনুমোদন নিয়েছি। নতুন চুক্তিতে খেলোয়াড়দের বেতন ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হবে। কিন্তু বেতন বাড়ার বিষয়টি সময় সাপেক্ষ।’

(ঊষার আলো-এফএসপি)