UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চুলের সমস্যা দূর করে তেজপাতা!

pial
এপ্রিল ২৬, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রান্নার সময় আমরা স্বাদ বাড়াতে বিভিন্ন মসলার ব্যবহার করে থাকি। আর তারই একটি অবিচ্ছেদ্য অংশ হল তেজপাতা।

রান্না হয়ে যাওয়ার পর খাওয়ার সময় এটি আমরা ফেলে দিই। এমনিতে রান্নায় স্বাদ বাড়ানো ছাড়া তেজপাতার আর কোনো ভূমিকা নেই বলেই আমরা সাধারণত জানি।
তবে রূপচর্চাতেও কাজে লাগতে পারে এই তেজপাতা। ত্বক বা চুলের যেকোনো সমস্যাই কয়েক দিনে নিমেষে কমাতে পারে তেজপাতা।

চলুন জেনে নেই-

চুলের কন্ডিশনিংয়ের জন্য: তেজপাতা পানিতে সিদ্ধ করে নিন। এরপর শ্যাম্পু করার পর এই পানি দিয়ে ভাল করে চুল ধুয়ে নিন। এ পানি চুলের কন্ডিশনিং করতে সহায়তা করে।

ব্রণর সমস্যায়: মুখে যদি প্রায়শই ব্রণর সমস্যা হয়, সেই সমস্যাও মেটাতে পারে তেজপাতা। পানিতে কয়েকটি তেজপাতা ফুটিয়ে মিনিট দশেক রাখার পর সেই পানিটা ছেঁকে নিন। পরে এ পানি দিয়ে মুখ ধুয়ে নিন। নিয়মিত এ পানি দিয়ে মুখ ধুলে ব্রণর সমস্যা কমবে।

খুশকি দূর করতে: মাথার ত্বকে খুশকির সমস্যাও দূর করতে পারে তেজপাতা। শুকনো তেজপাতা গুঁড়ো করে নিন, তার সঙ্গে টক দই মিশিয়ে মাথায় লাগান। খানিকক্ষণ রেখে শ্যাম্পু করে চুল ভাল করে ধুয়ে নিন। এটি নিয়মিত লাগালে খুশকির সমস্যা দূর হবে।

(ঊষার আলো-এফএসপি)