UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চুল পড়া বন্ধের ঘরোয়া কিছু সমাধান

pial
সেপ্টেম্বর ১৩, ২০২২ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চুল পড়ার সমস্যায় ইদানিং অধিকাংশই ভূগে থাকেন। খুশকির সমস্যা, স্ট্রেস, টেনশন, থাইরয়েডের সমস্যা ও হরমোনের ভারসাম্য নষ্ট হলে চুল পড়ার সমস্যা কয়েকগুণ বেড়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, সারাদিনে কয়েকটি চুল পড়া স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত চুল পড়ার সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব জরুরি। আবার অনেক সময় সঠিক পদ্ধতিতে চুলের যত্ন নিলে ও সুনির্দিষ্ট জীবনধারা বজায় থাকলে, তার সুপ্রভাব পড়ে চুলে। স্বাস্থ্যোজ্জ্বল তো হয়ই, এছাড়াও চুলের গোড়া মজবুত হয় ও চুল পড়া কমে।

ঘরোয়া কিছু উপায়ে খুব সহজেই কমিয়ে ফেলতে পারেন এ সমস্যা।

১. বাজারচলতি প্রোডাক্টের বদলে, ঘরোয়া পদ্ধতিতে তৈরি হেয়ার প্যাক ব্যবহার করুন। এর ফলে চুল আরও ঘন ও উজ্জ্বল দেখায়।

২. নিয়মিত চুল পরিষ্কার রাখুন, কেমিক্যাল ছাড়া যেকোনও মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। নোংরা জমে খুশকির সমস্যাও দূর হবে এক্ষেত্রে।

৩. ভেজা চুল চিরুনি দিয়ে না আঁচড়ানোই উচিত, চুলের বিশেষ যত্ন নিতে কাঠের চিরুনি ব্যবহার করুন।

৪. অতিরিক্ত চুল পড়ার সমস্যা থাকলে সপ্তাহে একদিন রোজমেরি ওয়েল দিয়ে ম্যাসাজ করুন। দুই ঘণ্টা রেখে তারপর শ্যাম্পু ব্যবহার করুন।

৫. ডায়েট ও এক্সারসাইজের উপরেও জোর দিন। প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন ফল, সবজি, প্রোটিন জাতীয় খাবার। নিয়মিত এক্সারসাইজ করুন, এর ফলে স্ট্রেস কমবে এবং চুল পড়াও বন্ধ হবে।

৬. শরীর ভিতর থেকে হাইড্রেটেড রাখুন। ভিতর থেকে সুস্থ থাকলে, ত্বক, চুলের বহু সমস্যার সমাধান হয়। দিনে ৩ লিটার পানি খাওয়ার অভ্যাস করুন।

(ঊষার আলো-এফএসপি)