UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়ে ১৩৩ জনের প্রবেশ, করোনা শনাক্ত ২

ঊষার আলো
মে ১৯, ২০২১ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে বুধবার (১৯ মে) ১৩৩ জন বাংলাদেশি প্রবেশ করেছেন। যার মধ্যে রয়েছে ৪৫ জন নারী ও ৮৮ জন পুরুষ। তাঁদের মধ্যে দু’জন পুরুষের অ্যান্টিজেন পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্ত দু’জনকে চুয়াডাঙ্গায় করোনা ডেডিকেটেড হাসপাতালের রেড জোনে আইসোলেশনে রাখা হয়েছে। যার মধ্যে একজনের সঙ্গে আসা তাঁর ছেলেকে বাবার সেবা করার জন্য হাসপাতালে থাকার সুযোগ দেয়া হয়েছে।
বাকি ১৩০ জনকে চুয়াডাঙ্গার ভিমরুল্লাহর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ডরমিটরি, জাফরপুরের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ডরমিটরি এবং শহরের ভিআইপি আবাসিক হোটেলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)